২০১২ সালে পাকিস্তানে শুরু হয় দারাজ ডট কম, এর পর ২০১৫ সালে কোম্পানিটি তাদের কার্যক্রম বাংলাদেশে শুরু করে। তখন আপনারা দারাজ নামের অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল অবস্থায় দেখতেন, কিন্তু এর কাজ সম্পর্কে জানতেন না। এর কারণ তখন পর্যন্ত বাংলাদেশ ই-কমার্স জগতে তেমন একটা এগিয়ে যেতে পারেনি। কারণ তখন মানুষ ইন্টারনেট ততটা ব্যবহার করা শুরু করেনি। তবে দারাজের ফাস্ট গ্রোয়িং অবস্থা দেখে চীনা কোম্পানি আলিবাবা, যার ফাউন্ডার হচ্ছেন জ্যাক মা, তারা দারাজকে একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কিনে নেন। ২০১৮ সালে দারাজকে কিনে নেওয়ার মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার মার্কেটে সরাসরি প্রবেশের একটি দরজা খুলে ফেলে। এর পর নিজেকে প্রমোশন করতে করতে কোম্পানিটি আজ এত বড় হয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।