সালটি ছিল ২০২৩ টুইটারের নতুন CEO Elon Musk চিন্তা করেন যে তিনি টুইটারের সকল কোড এবং অ্যালগরিদম গুলো সবার সামনে উন্মুক্ত করে দেবেন।
তার এই চিন্তা ছিল যাতে তিনি তার প্ল্যাটফর্মকে সবার সামনে আরও ভালো ভাবে উন্মুক্ত করে দিতে পারেন। তবে এই সিদ্ধান্ত পরবর্তীতে অনেক বড় ভুল হিসেবে সামনে আসে।
এর কারণ ছিল, যখন টুইটারের সকল কোড এবং অ্যালগরিদম পাবলিকের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, তখন ফেসবুক টুইটারের সকল কিছু নিয়েই দ্রুত তাদের নতুন একটি প্ল্যাটফর্ম Threads প্রকাশ করে দেয়।
যদিও সরাসরি প্রমাণ নেই যে মেটা এক্স-এর উন্মুক্ত করা কোড ব্যবহার করেছে, তবে Elon Musk খুব দ্রুত তাদের কোড আর অ্যালগরিদম সরিয়ে ফেলে।
Comments
Post a Comment