কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দল আরাকান আর্মি অন্তত ২২ জন জেলে এবং ৫টি মাছ ধরার ট্রলার জোর করে নিয়ে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে, টেকনাফের সেন্টমার্টিনের কাছাকাছি “মৌলভীরশীল” নামের এলাকা থেকে এই ঘটনা ঘটে। টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অস্ত্রের ভয় দেখিয়ে আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে ট্রলারসহ নিয়ে গেছে। আবুল কালাম বলেন, সকালে যখন জেলেরা সেন্টমার্টিনের কাছাকাছি মাছ ধরছিল, তখন স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারগুলো দখল করে নেয়। তাঁর নিজের একটি ট্রলার এবং মোহাম্মদ শাওন নামের একজনের আরেকটি ট্রলার—এই দুটি ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন। এছাড়া আরও ৩টি ট্রলার একই জায়গা থেকে নিয়ে গেছে তারা। তবে সেগুলোর মালিক বা নাম জানা যায়নি। ঐ ট্রলারগুলোতে আনুমানিক ১০ থেকে ১২ জন জেলে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা আরাকান আর্মি বারবার ঘটাচ্ছে। এতে আমাদের খুব ভয় লাগছে। ট্রলার মালিক, জেলে, এবং মাছ ব্যবসায়ীরা সবাই চিন্তায় আছি। আমরা স...
Comments
Post a Comment