Skip to main content

আরাকান আর্মির হাতে ৫টি মাছ ধরার ট্রলারসহ ২২ জেলে অপহরণ

 


কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দল আরাকান আর্মি অন্তত ২২ জন জেলে এবং ৫টি মাছ ধরার ট্রলার জোর করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে, টেকনাফের সেন্টমার্টিনের কাছাকাছি “মৌলভীরশীল” নামের এলাকা থেকে এই ঘটনা ঘটে। টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অস্ত্রের ভয় দেখিয়ে আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে ট্রলারসহ নিয়ে গেছে।

আবুল কালাম বলেন, সকালে যখন জেলেরা সেন্টমার্টিনের কাছাকাছি মাছ ধরছিল, তখন স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারগুলো দখল করে নেয়। তাঁর নিজের একটি ট্রলার এবং মোহাম্মদ শাওন নামের একজনের আরেকটি ট্রলার—এই দুটি ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন।

এছাড়া আরও ৩টি ট্রলার একই জায়গা থেকে নিয়ে গেছে তারা। তবে সেগুলোর মালিক বা নাম জানা যায়নি। ঐ ট্রলারগুলোতে আনুমানিক ১০ থেকে ১২ জন জেলে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা আরাকান আর্মি বারবার ঘটাচ্ছে। এতে আমাদের খুব ভয় লাগছে। ট্রলার মালিক, জেলে, এবং মাছ ব্যবসায়ীরা সবাই চিন্তায় আছি। আমরা সরকারের সাহায্য চাই।”

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, “আমিও শুনেছি ৫টি ট্রলার সাগর থেকে নিয়ে গেছে। তবে সেগুলো কোন ঘাট থেকে গেছে তা এখনো নিশ্চিত না। আমাদের এলাকার কয়েকটি ট্রলারকে ধাওয়া করেছে আরাকান আর্মির লোকজন। ট্রলারগুলো ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আরাকান আর্মির নারী সদস্যসহ গ্রেফতার ৬, দশ দিনের রিমান্ডে

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, “আমরা জানতে পেরেছি কায়ুকখালিয়া ঘাটের ২টি ট্রলার এবং ১১ জন জেলে নিয়ে গেছে। আরও ৩টি ট্রলারসহ কিছু জেলেও ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। আমরা তথ্য জোগাড় করছি। সব কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, “ট্রলার অপহরণের ঘটনায় আমরা খোঁজ নিচ্ছি।”

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।”


এই প্রতিবেদনটি ChatGPT দ্বারা সহজ ভাষায় পুনরায় লেখা হয়েছে, তাই কিছু ভুল থাকতে পারে।
সূত্র: সময় নিউজ
মূল প্রতিবেদন: https://www.somoynews.tv/news/2025-04-08/PNuTxK4G

Comments

Popular posts from this blog

ফারাক্কার ভাটিতে ২৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা, ব্যয় প্রায় ১৭০০ কোটি টাকা

 ভারত থেকে আসা পদ্মা নদীর ভাটিতে, চাঁপাইনবাবগঞ্জের প্রায় ২৫ কিলোমিটার নদী ভাঙন প্রবণ এলাকাকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা । বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙনকবলিত দোভাগী ঝাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এই তথ্য জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ । তিনি বলেন, “গত কয়েক বছর ধরে সীমান্তসংলগ্ন এলাকায় নদী ভাঙন বেড়ে গেছে। পদ্মার অন্যান্য অংশে পাড় বাঁধার কাজ আগেই শেষ হয়েছে। এখন বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে এবং আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলে দ্রুত কাজ শুরু করতে পারব।” তিনি আরও বলেন, “যদি এই বাঁধ নির্মাণ হয়, তাহলে পদ্মা নদীর আর কোনো অংশে পাড় বাঁধার প্রয়োজন পড়বে না। এতে করে স্থানীয় ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা পাবে। স্থায়ীভাবে নদী ভাঙন থেকে বাঁচাতে এই প্রকল্পটি খুবই দরকার এবং সরকার এই টাকা বরাদ্দ দেবেন বলেই আমরা আশা করছি।” পানি উন...

this is my 1st blog

this is my 1st blog