ভারত থেকে আসা পদ্মা নদীর ভাটিতে, চাঁপাইনবাবগঞ্জের প্রায় ২৫ কিলোমিটার নদী ভাঙন প্রবণ এলাকাকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙনকবলিত দোভাগী ঝাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এই তথ্য জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
তিনি বলেন, “গত কয়েক বছর ধরে সীমান্তসংলগ্ন এলাকায় নদী ভাঙন বেড়ে গেছে। পদ্মার অন্যান্য অংশে পাড় বাঁধার কাজ আগেই শেষ হয়েছে। এখন বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন রোধে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে এবং আমরা আশাবাদী, সরকার অনুমোদন দিলে দ্রুত কাজ শুরু করতে পারব।”
তিনি আরও বলেন, “যদি এই বাঁধ নির্মাণ হয়, তাহলে পদ্মা নদীর আর কোনো অংশে পাড় বাঁধার প্রয়োজন পড়বে না। এতে করে স্থানীয় ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা পাবে। স্থায়ীভাবে নদী ভাঙন থেকে বাঁচাতে এই প্রকল্পটি খুবই দরকার এবং সরকার এই টাকা বরাদ্দ দেবেন বলেই আমরা আশা করছি।”
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ধারে ২৫ কিলোমিটার জায়গাজুড়ে বাঁধ তৈরি করা হবে। এর মধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং-এর পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, আগামি বর্ষার আগেই সব অনুমোদন পেয়ে যাই। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকার মানুষজন স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে।”
নদী পরিদর্শনের পর অতিরিক্ত সচিব ড. বজলুর রশীদ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী সহ আরও অনেকে।
এই প্রতিবেদনটি ChatGPT দ্বারা সহজ ভাষায় পুনরায় লেখা হয়েছে, তাই কিছু ভুল থাকতে পারে।
সূত্র: সময় নিউজ
মূল প্রতিবেদন: https://www.somoynews.tv/news/2025-04-12/uB5MOTB1
Comments
Post a Comment